ম্যাচের চতুর্থ দিন শেষেই ম্যাচ জয়ের সুবাতাস পাচ্ছিল টাইগাররা। তবে পঞ্চম দিনে এসে খানিকটা কঠিন পরীক্ষাই দিতে হলো বাংলাদেশকে। তাইজুল-মুরাদদের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত ২১৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আইরিশরা। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। ২য় ইনিংসে টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ওভার খেলেছিল ৫৪ ওভার, বিপরীতে তাইজুল-হাসানদের বিপক্ষে দাঁতে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২-০ ব্যবধানে।
মিরপুর টেস্ট ছিল মুশফিকুর রহিমের শততম আন্তর্জাতিক টেস্ট। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলতে নেমেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এমন ঐতিহাসিক ম্যাচে খেলতে নেমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে শতক তুলে নেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
শুধু শতকের রেকর্ডেই থেমে থাকেননি মুশফিক, দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ (১০৬ ও ৫৩*) রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ হারলেও শেষদিনে দারুণ ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন কার্টিস ক্যাম্ফার। মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দখলে। তাকে ছাড়িয়ে ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। এর আগে এই আইরিশ অলরাউন্ডার আন্তর্জাতিক টেস্টে একটি সেঞ্চুরি করেছিলেন। আইরিশদের পঞ্চম দিনে অর্ধেকেরও বেশি সময় ম্যাচে টিকিয়ে রাখার মূল ভূমিকা ছিল ক্যাম্ফারের।
এর আগে চতুর্থ দিনে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ২১১ রান মিলিয়ে আইরিশদের লক্ষ্য দাড়ায় ৫০৯ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।
আজ দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টেস্টে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। এর আগে ১ম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসান কে কাটিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বনে যান তাইজুল।
২য় ইনিংসে ৪টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ও মুরাদ। বাকী ২ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এআই