আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে ফিফটি হাঁকালেন তিনি। ১০৯ বলে মাত্র দুই বাউন্ডারিতে নিজের ২৮ তম অর্ধশতক পূর্ণ করেছেন তিনি।
মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও খেলা হয়েছে ৩১ ওভার। এই সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান। মুশফিক অপরাজিত ৪৮ রানে, মুমিনুল ৬২ রানে থেকে চা বিরতিতে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্য ভাগ্যও ভালো ছিল আজকে। মুমিনুল দুইবার জীবন পেয়েও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেনি। অন্যদিকে মুশফিক জীবন পেয়েছে একবার। আয়ারল্যান্ড তিনটি ক্যাচই ছেড়েছে দ্বিতীয় সেশনে।
এর আগে সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে ব্যাট হাতে নেওয়ার সিদ্ধান্তও সঠিক মনে হচ্ছিল ৫২ রানের ওপেনিং জুটিতে। কিন্তু সেশন শেষে দলীয় ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনই শুরুটা ভালো করলেও বড় ইনিংসের পথে এগোতে পারেননি। সাদমান ৩৫ ও মাহমুদুল ৩৪ রান করে ফিরেছেন। তারপর ইনিং গড়ার দায়িত্ব কাঁধে তুলেন নেন মুমিনুল ও মুশফিক। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মুমিনুল আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুশফিক।
এদিকে আইরিশ বোলার অ্যান্ডি ম্যাকব্রাইন একাই নিয়েছেন বাংলাদেশের প্রথম চার উইকেট।
সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান। মুশফিকের অপরাজিত ৭২ ও লিটন অপরাজিত ২০ থেকে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ