আয়ারল্যান্ড এর বিপক্ষের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই দারুন মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলতে নেমেছেন তিনি। এমন মাইলফলক স্পর্শ করার ম্যাচে ব্যাট হাতে নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক। ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিতের থেকে দিন শেষ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ ও লিটন দাস ৪৭ রানে অপরাজিত আছেন। মুশফিকের রেকর্ডের দিনে রেকর্ড করেছেন লিটনও। ৬ষ্ঠ বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
এর আগে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের জুটি গড়া দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় আজও দারুণ সূচনা পায়। কিন্তু কেউই ইনিংস বেশি বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের বলে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন সাদমান। এরপর মমিনুল কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ৩৪ রানে ম্যাকব্রাইনের বলেই আউট হন আর এক অপেনার জয়।
চার নাম্বারে নেমে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। সাদমান ও জয়ের পর শান্তকেও ম্যাথু ম্যাকব্রাইন। ১১ বলে ৮ রান করেই সাজঘরে ফেরেন এই অধিনায়ক।
শান্তের বিদায়ের পর শতরানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার মমিনুল ও মুশফিক। তাদের জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে আগায় টাইগাররা।ব্যাক্তিগত ৬৩ রানে সেই ম্যাকব্রাইনের বলেই আউট হন মমিনুল।
মমিনুলের বিদায়ের পর দিনের বাকি সময় লিটন দাস কে নিয়ে জুটি গড়েন মুশফিক। মুশফিক-লিটনের অপরাজিত ৯০ রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে টাইগাররা। দিনের নির্ধারিত ৯০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ২৯২ রান।
দিনশেষে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আগামীকাল আর ১ রান করলেই নাম লেখাবেন রেকর্ডের পাতায়। ক্রিকেট ইতিহাসের ১১ তম ব্যাটার হিসেবে শততম টেস্টের শতকের রেকর্ড গড়ার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এআই