Connect with us
ক্রিকেট

শততম টেস্টে সেঞ্চুরি করে কিংবদন্তিদের কাতারে মুশফিক

Mushfiqur Rahim in his 100 test match century
১১ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

মিরপুরে নিজের শততম টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ব্যাটার বৃহস্পতিবার সকালেই পূর্ণ করেন কাঙ্ক্ষিত শতক। স্কয়ার লেগে বল ঠেলে দিয়ে এক রান করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। একই সঙ্গে জায়গা করে নিলেন গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম–উল–হক ও গ্রায়েম স্মিথদের পাশে।

যদিও দ্বিতীয় দিনের প্রথম ওভারটা মেইডেন দেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে লিটন দাস সিঙ্গেল নিয়ে মুশফিককে আবার স্ট্রাইকে ফেরান। তারপর জর্ডান নিলের শর্ট বলে স্কয়ার লেগে বল ঠেলে দিয়ে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি করে উদযাপন করলেন নিজের পুরনো ধাঁচে।

শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যায় মুশফিক যুক্ত হলেন বিশ্বের ১১তম হিসেবে। সব মিলিয়ে এটি ১২তম শতক। কেননা রিকি পন্টিং তাঁর শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় সর্বশেষ ছিলেন জো রুট ও ডেভিড ওয়ার্নার, দুজনই করেছিলেন ডাবল সেঞ্চুরি।



এ ইনিংসের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডে নাম লেখালেন মুশফিক। টেস্টে তাঁর ১৩তম সেঞ্চুরি যা মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ। তবে সেঞ্চুরির পর ইনিংস বেশিক্ষণ লম্বা করতে পারেননি। ম্যাথু হাম্প্রিসের বাউন্স ও টার্নে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের ২১৪ বলে ১০৬ রানের ইনিংসটিতে ছিল পাঁচটি বাউন্ডারি।

মুশফিক আউট হলেও অন্য প্রান্ত আগলে রাখেন লিটন কুমার দাস। তার সাথে ব্যাটিংয়ে-এ নামেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুজনের ১৭১ বলের ৭৭ রানের পার্টনারশিপে বাংলাদেশ বড় সংগ্রহের দিকে এগুচ্ছে। এরই মধ্যে লিটন  ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পূর্ণ করলেন চার মেরে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৮৫ রানে থেকে লাঞ্চ বিরতিতে যায়। লিটন কুমার দাস ১০৩* এবং মেহেদী হাসান মিরাজ ৩০* রানে অপরাজিত থেকে বিরতির পর ব্যাট করতে নামবেন।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট