
গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ১ যুগ এই উইকেটেই ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। এবারও সে পথেই হাঁটতে চান লিটল মাস্টার। একইসঙ্গে শান্তর প্রথম ডাবল সেঞ্চুরিও চান সাবেক টাইগার অধিনায়ক।
গল টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে মুশফিকের অপরাজিত ২৪৭ রানের জুটিতে ভর করে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত ২৬০ বলে ১৩৬ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে ১২তম সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক ১৮৬ বলে ১০৫ রান করে অপরাজিত আছেন।
গল টেস্টে ডাবল সেঞ্চুরি পেতে শান্তর প্রয়োজন ৬৪ রান। অন্যদিকে মুশফিককে পাড়ি দিতে হবে লম্বা পথ। তার প্রয়োজন ৯৫ রান। তবে দ্বিতীয় দিন যতটা সম্ভব ইনিংস লম্বা করতে চান মুশফিক। আর শান্তর কাছে দুইশ কিংবা তারও বেশি রান আশা করেন এই অভিজ্ঞ ব্যাটার।
আরও পড়ুন:
» দ্বিতীয় দিনে যে পরিকল্পনা নিয়ে মঠে নামবে বাংলাদেশ
» ৯ মাস পর সেঞ্চুরি করে যা বললেন মুশফিক
সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘যেদিন ব্যাটে রান আসবে সেদিন ইনিংস বড় করার বিষয়টা মাথায় রাখতে হবে। আমি সেটাই করেছি। আমার ইনিংস এখনও শেষ হয়নি। কালকেও চেষ্টা থাকবে ইনিংসটাকে আরও বড় করার। আর শান্ত যেহেতু এখনো কোনো ডাবল সেঞ্চুরি পায়নি, কাল ২০০ কিংবা ২৫০ যতটুকু করতে পারে। যত বেশি রান করবে, সেটা আমাদের জন্য পজিটিভ।’
এদিন শান্ত শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের বেশ ভালোভাবে সামাল দিয়েছেন। শান্তর নিয়ন্ত্রিত ব্যাটিং দেখে মুগ্ধ মুশফিক, ‘শান্তত অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক কিংবা ব্যাটার হিসেবেও ওর রেকর্ড ভালো। কিন্তু আজ ওর নিয়ন্ত্রিত ইনিংস আমার কাছে বেশ ভালো লেগেছে।’
আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন শান্ত-মুশফিক। স্বাভাবিকভাবেই দুজনের কাছে বড় কিছুর আশা বাংলাদেশের সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/বিটি
