
বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে একবারও বল না করা খেলোয়াড়দের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক।
এই নজিরবিহীন অর্জনে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকেও ছাড়িয়ে গেছেন।
ডেইলি সানের প্রতিবেদন অনুযায়ী, মুশফিক ৪৭৩টি আন্তর্জাতিক ম্যাচে ১৫,৪৭৬ রান করে এই মাইলফলকে পৌঁছেছেন। দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি কখনও বল করেননি—যা তাকে এই রেকর্ডে এনে দিয়েছে এক বিশেষ মর্যাদা।
আরও পড়ুন
» গলে বৃষ্টির বাধা, ডাবল সেঞ্চুরির পথে মুশফিক
» গলে বৃষ্টির বাধা, ডাবল সেঞ্চুরির পথে মুশফিক
অন্যদিকে অস্ট্রেলিয়ান উইকেটকিপার – ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তার ক্যারিয়ারে ৩৯৬ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ১৫৪৬১। ২০০৮ সালে অবসরে যাওয়া গিলক্রিস্টের এই রেকর্ড ১৭ বছর ধরে অক্ষুণ্ণ ছিল। যা আজ ভাঙলো।
গলে গতকাল শুরু হওয়া চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনে এসে গিলক্রিস্টের এই রেকর্ড ভেঙে দেন মুশফিকুর।
রান সংগ্রহের তালিকায় মাহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিরাট কোহলি, মাহেলা জয়াবর্ধনেসহ আরও অনেক নাম থাকলেও সবাই ক্যারিয়ারে দুয়েক ওভার হলেও বল করেছেন। কিন্তু মুশফিক ও গিলক্রিস্ট সবার থেকে ব্যতিক্রম।
