Connect with us
ক্রিকেট

বগুড়ায় আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি করতে চান মুশফিক

Mushfiqur Rahim and Tawhid Hridoy
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার মুশফিকুর রহিম। জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন অনেক বছর। ৩৮ বছর বয়সী এই ব্যাটার দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তার ক্রিকেটে ক্যারিয়ারের হাতেখড়ি নিজ জেলা বগুড়ায়। এবার নিজ জেলায় গিয়ে ক্রিকেট একাডেমি গড়ার কথা জানালেন এই তারকা ব্যাটার।

বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি করতে চান মুশফিক। উত্তরাঞ্চলে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তারা হারিয়ে যায়। তাদেরকে সুযোগ করে দিতেই ক্রিকেট একাডেমি গড়তে চান।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় মুশফিককে। বগুড়ার তরুণ ক্রিকেটারদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বগুড়ার আরেক ক্রিকেটার ও জাতীয় দলের তারকা তাওহীদ হৃদয়ও উপস্থিত ছিলেন। দুজনের হাতেই সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন তারা। আর সেখানেই নিজের স্বপ্নের কথা জানান মুশফিক।



তিনি বলেন, ‘আমার স্বপ্ন বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়া। উত্তরাঞ্চলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেইম কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যায়।’

তবে মুশফিকের একাডেমিতে তরুণ ক্রিকেটাররাই প্রাধান্য পাবে। এমনকি তার একাডেমি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন এই তারকা, ‘আমি এমন একটি একাডেমি গড়তে চাই, যেখানে তরুণরা সারা বছর অনুশীলনের সুযোগ পাবে। এটি কোনো সীমাবদ্ধ জায়গা হবে না। সবাই এখানে এসে খেলতে পারবে, সবার জন্য উন্মুক্ত থাকবে।’

মুশফিকের খেলা দেখেই বেড়ে ওঠেন হৃদয়। এখন একসঙ্গে খেলেন জাতীয় দলে। এ নিয়ে বেশ গর্ববোধ করেন এই তারকা। হৃদয় বলেন, ‘আমি মুশফিক ভাইয়ের খেলা দেখেই বেড়ে উঠেছি। তিনি আমার আদর্শ। অতীতের সেই দিনগুলোর স্মৃতি এখনও চোখে ভেসে ওঠে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য গর্বের বিষয়।’

এই সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন বয়সভিত্তিক দলের ক্রিকেটারা উপস্থিত ছিলেন। এছাড়া ক্রীড়া সংগঠকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং সকলের সঙ্গে ছবু তুলেন মুশফিক।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট