Connect with us
ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন মুশফিক

Mushfiq to return to the field through the NCL T20.
এবারের এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটের হয়ে খেলবেন মুশফিক। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন মুশফিকুর রহিম। এবারের আসরে সিলেট বিভাগের হয়ে খেলবেন এই উইকেটক্ষক ব্যাটার।

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রায় ৩ মাস পর মাঠে ফিরছেন মুশফিক। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই খেলার বাইরে আছেন তিনি।

এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) মুশফিক এক ফেসবুক পোস্টে মাঠে ফেরার কথা জানিয়েছেন। সিলেট বিভাগের সতীর্থদের সঙ্গে এক ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ ব্যাক ইন বিজনেস’। অর্থাৎ খেলায় ফিরছেন তিনি। এছাড়া দলের সঙ্গে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার।



এবারের এনসিএল টি-টোয়েন্টি আসরেও অংশ নিচ্ছে ৮ দল। প্রথম আসরে ব্যাপক সফলতার পর দ্বিতীয় আসর নিয়েও বড় প্রত্যাশা ক্রিকেটারদের। এবারও এক হাড্ডাহাড্ডি টুর্নামেন্ট আশা করছে দলগুলো।

টুর্নামেন্ট শুরুর আগে আজ বগুড়ায় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ার মাঠে। যে কারণে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ৪ দলের অধিনায়ক।

আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। রাজশাহীতে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবেন মুশফিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। বগুড়ায় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট