বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের জার্সিতে শততম টেস্ট খেলার কীর্তি অর্জন করেছেন এই তারকা ব্যাটার। মুশফিকের এমন অর্জনে ক্রিকেট অঙ্গনের পাশাপাশি ফুটবল অঙ্গন থেকেও অভিনন্দন জানিয়েছে অনেকে। সেই তালিকায় আছেন জাতীয় দলের বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী।
মুশফিকের শততম টেস্টের মাইলফলক সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই। আপনি আমাদের দেশের বড় একজন কিংবদন্তি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার শততম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল নিজের সেরাটা দেবেন।’
হামজার দেওয়া বার্তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকুর রহিম। এ নিয়ে বেশ বিস্মিত হয়েছেন এই টাইগার তারকা। হামজার সঙ্গে কখনো দেখা হলে ধন্যবাদ জানাতে চান এই অভিজ্ঞ ব্যাটার।
আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। এ সময় হামজার অভিনন্দন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমি আজকে সকালে শুনেছি। পরে আমার ম্যানেজারের মোবাইল থেকে আমি দেখেছি। এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি এবং অনেক খুশি হয়েছি। আশা করছি যদি কখনো সামনাসামনি দেখা হয়, ইনশাআল্লাহ অবশ্যই হবে, তখন আমি তাকে ধন্যবাদ জানাবো।’
মিরপুরে শততম টেস্ট খেলতে নেমে এক কীর্তিও গড়েছেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা। আজ দ্বিতীয় দিন এই কীর্তি গড়েন তিনি। অবশ্য গতকালই সেঞ্চুরির খুব কাছে ছিলেন এই তারকা। ৯৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। এক রানের জন্য একরাত অপেক্ষা করতে হয়েছে তাকে।
আজ দিনের দ্বিতীয় ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই তারকা। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর লম্বা করতে পারেননি মুশফিক। ২১৪ বলে ৫ চারের মারে ১০৬ রান করে ফেরেন এই ডানহাতি ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/বিটি