Connect with us
ক্রিকেট

মুশফিক ভাই আমাদের জন্য বড় অনুপ্রেরণার জায়গা : সাইফ

মুশফিক ও সাইফ
মুশফিকুর রহিম ও সাইফ হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার এখন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন তিনিই। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকের শততম টেস্ট ম্যাচ।

শততম টেস্টে খেলতে নামার আগে মুশফিককে বড় সম্মাননা দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। ম্যাচের দিন মিরপুরে দাওয়াত করা হয়েছে মুশফিকের পরিবারের সদস্যদের।

মুশফিকের শততম টেস্টের রেকর্ড নিয়ে কথা বলেছেন সম্প্রতি দারুণ ছন্দে থাকা বাংলাদেশী ওপেনার সাইফ হাসান। আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমকে সাইফ বলেন, ‘মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। তার জন্য শুভকামনা, আজকেও দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে জিমে।’



সাম্প্রতিক সময়ে নিজের দারুণ ছন্দে থাকার রহস্য নিয়ে সাইফ বলেন, ‘যখন যেখানে ছিলাম সবাই হেল্প করেছে। যখন ক্যাম্পে ছিলাম বাবুল স্যারের সাথে, ঘরোয়া ক্রিকেটে সোহেল স্যারের সাথে আলাদা করে কাজ করার সুযোগ পেয়েছি। আলাদা মাসকোতে প্র্যাকটিস করেছি সালাউদ্দিন স্যারের সাথেও। যখন যেখানে গিয়েছি চেষ্টা করেছি নিজের উন্নতি করার।’

তবে এখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়েই ভাবছেন সাইফ। ভালো খেলার জন্য আত্মপ্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে সাইফ বলেন, ‘আসলে নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। দুর্বলতা এখনো অনেক জায়গায় আছে, তবে নিজের শক্তি যেটা ওটাই করার চেষ্টা করি। আগে কী হয়েছে ওটা নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে থাকার চেষ্টা করি।’

প্রত্যাবর্তনের পর দারুণ পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন সাইফ। এশিয়া কাপের পর চমক দেখিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পারদর্শী এই ওপেনার। টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩০ নাম্বারে থাকা সাইফ ১৭ নাম্বারে থাকা তানজিদ তামিমের পর বাংলাদেশীদের মধ্যে সেরা অবস্থানে।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট