
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা ছিল বেশ হতাশাজনক। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছিল দলটি। কিন্তু এরপরেই দুর্দান্ত প্রত্যাবর্তন দেখালেন রোহিত-পান্ডিয়ারা। পরবর্তী ৬ ম্যাচে টানা জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (১ মে) রাজস্থান রয়্যালসকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি আইপিএলের সপ্তম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল।
ঘরের মাঠ জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৭ রানের বিশাল পুঁজি পায় মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন রায়ান রিকেলটন। ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কার মারে ইনিংসটি সাজান এই প্রোটিয়া ওপেনার।
আরও পড়ুন:
» তাসকিনকে নিয়ে মিলল বড় সুখবর
» দলকে জিতিয়েও শাস্তির মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটার
টুর্নামেন্টের শুরুর দিকে অফফর্মে থাকা রোহিত শর্মা আরেকটি ফিফটি তুলে নিয়েছেন। ৩৬ বলে ৯ চারের মারে ৫৩ রান করে ফেরেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক। চলতি আইপিএলে এটি তার তৃতীয় ফিফটি। এছাড়া সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া সমান ২৩টি করে বল খেলে সমান ৪৮ রান করে অপরাজিত ছিলেন। রাজস্থানের হয়ে একটি করে উইকেটের দেখা পান মহেশ থিকশানা ও রিয়ান পরাগ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজস্থান। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী আজ শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন। এই তরুণ ব্যাটার ২ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন। বৈভব ফেরার পর ধস নামে রাজস্থানের ব্যাটিংয়ে। পাওয়ার-প্লেতেই ৫ উইকেট হারায় তারা। যশস্বী জয়সওয়াল ১৩, নিতীশ রানা ৯, রিয়ান পরাগ ১৬ এবং শিমরন হেটমায়ার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন।
এরপর শুভম দুবে-ধ্রুব জুরেলরাও দলের হাল ধরতে ব্যর্থ হন। দুবে ১৫ এবং জুরেল ১১ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত জোফরা আর্চারের ৩০ রানে ভর করে ১৬.১ ওভারে ১১৭ রান তুলে অলআউট হয়ে যায় রাজস্থান।
মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও কর্ন শর্মা। ছাড়া জাসপ্রীত বুমরা ২টি এবং দীপক চাহার ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স: ২১৭/২ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১১৭/১০ (১৬.১ ওভার)
ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১০০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১মে২৫/বিটি
