পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম মৌসুম শুরুর আগে মুলতান সুলতান্সকে নিলামে তুলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলের এবারের আসরের আগেই ফ্র্যাঞ্চাইজিটির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে প্রস্তাবিত মূল্য তালিকা জমা দিতে বলা হয়েছে।
পিসিবি এতদিন মুলতান সুলতান্সকে নিজেদের ব্যবস্থাপনায় চালানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটিকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। বেশ চড়া মূল্যে ফ্রাঞ্চাইজিটি বিক্রি হবে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি পিএসএলে যুক্ত হয়েছে নতুন দুটি দল হায়দরাবাদ ও সিয়ালকোট। বেশ উচ্চমূল্যে দল দুটি বিক্রি হওয়ায় মুলতান সুলতান্সকে নিয়েও আশাবাদী পিএসএল কর্তৃপক্ষ। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো ১.৭৫ ও ১.৮৫ বিলিয়ন পাকিস্তানি রুপিতে বিক্রি হয়, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
পিএসএলের ১০ আসরের মধ্যে মুলতান সুলতান্স খেলেছে ৮ আসরে, ২০২১ সালে প্রথম ও একমাত্র ট্রফি জয়ের স্বাদ পায় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল। ফলে নতুন দলের চেয়ে বাজারমূল্য বেশি হওয়ার সম্ভাবনা থাকায় মৌসুমের আগে দলটির মালিকানা নির্ধারণে জোর দিচ্ছে পিসিবি। সুলতান্সের আগের মালিক আলি তারিন দল ছাড়লেও পুনরায় নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মুলতানের মালিকানা নির্ধারণের অপেক্ষায় এখনো দলগুলোর ড্রাফটের তারিখ ঘোষণা করেনি পিসিবি। নতুন দুই দল যুক্ত হওয়ায় খেলোয়াড় ধরে রাখার সংখ্যা নিয়েও চলছে আলোচনা। এ ছাড়া এবার ড্রাফটের বদলে নিলাম ব্যবস্থায় খেলোয়াড় বাছাইয়ের প্রস্তাবও বিবেচনা করেছে কর্তৃপক্ষ। এসব ইস্যুতে সিদ্ধান্ত নিতে শুক্রবার পিএসএলের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/এআই
