Connect with us
ফুটবল

বিশ্বকাপে মেসির থাকার সুবিধা-অসুবিধা নিয়ে যা বললেন মুলার

THOMAS MULAR AND Lionel Messi
থমাস মুলার ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর সম্ভাবনা ও সমস্যা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির কিংবদন্তি ফুটবলার টমাস মুলার।

সাবেক এই জার্মান কিংবদন্তির মতে, বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার জন্য একদিকে বড় শক্তি হয়ে উঠতে পারে, আবার অন্যদিকে পরিস্থিতিভেদে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। এছাড়াও সাক্ষাৎকারে বিশ্বকাপে নিজের দল জার্মানির ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।

ম্যাজেন্টা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুলার বলেন, ‘আমার দৃষ্টিতে সে (মেসি) যদি সেখানে (বিশ্বকাপে) থাকে, তাহলে সেটি বেশ আগ্রহ জাগানো একটি বিষয় হবে। এটি অবশ্যই দলের সামগ্রিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এটা ভালো দিকেও যেতে পারে, আবার খারাপ দিকেও।’



সম্প্রতি এমএলএস কাপের ফাইনালে মেসির ইন্টার মায়ামির কাছেই ৩-১ গোলে হেরেছে মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটস। এছাড়াও বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় অনেকবার মেসির মুখোমুখি হয়েছেন মুলার। তবে বিশ্বকাপের সঙ্গে এসব টুর্নামেন্টের পার্থক্য আছে বলে মনে করেন মুলার।

জার্মান তারকা বলেন, ‘এমএলএসের ফাইনালে যখনই সে বল পেয়েছে, তখনই সঠিক জায়গায় দুর্দান্তভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং অনেক আক্রমণের সূচনা করেছে। তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে হঠাৎ করেই এমনটা একইভাবে কাজ করবে কি না, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’

সাক্ষাৎকারে নিজের জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মুলার। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের পর জার্মানি টানা দুবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চারবারের বিশ্বকাপ জেতা দলটির জন্য যা বড় হতাশার। ২০২৬ বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা নিয়ে মুলার বলেছেন, ‘প্রথম দৃষ্টিতে প্রতিপক্ষদের নাম দেখলেই বোঝা যায়, পরের পর্বে ওঠা আমাদের জন্য বাধ্যতামূলক।’

জার্মানির গ্রুপের প্রতিপক্ষদের বিশ্লেষণ করে মুলার আরও বলেন, ‘কুরাসাও ফুটবল মানচিত্রে প্রায় অচেনা এক নাম। আর আইভরিকোস্টের সঙ্গে আমাদের লড়াই হবে। পাশাপাশি ইকুয়েডর রয়েছে, দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে যারা রানার্সআপ হয়েছিল।’

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল