 
																												
														
														
													আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ২০২৩ সালে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ দল। সেইবার প্রথমবারের দলের সাথে যুক্ত করা হয় তরুণ উদীয়মান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। প্রথমবারের মতো দলের সাথে যুক্ত হয়ে সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচে। এরপর পিঠের ইনজুরিতে পড়ে আর কোনো ধরনের ক্রিকেট খেলতে নামতে পারননি মাঠে।
২০২৩ সালের সেই আয়ারল্যান্ড সিরিজের পর ইনজুরিতে ভুগতে থাকা এই বাঁহাতি পেসার খেলতে পারেনি গত আসরের বিপিএলেও। বেশি কয়েকদিন আগেই থাইল্যান্ড গিয়েছিল উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে ইতিবাচক সাড়া মিলেছে চিকিৎসকের। সেই সঙ্গে বিসিবি থেকেও মিলেছে মাঠে ফেরার ইতিবাচক সাড়া। ফলে ইতোমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে ২৩ বছর বয়সী এই তরুণ পেসার। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে চলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
আজ (রবিবার) গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মৃত্যুঞ্জয় বলেন, ‘আলহামদুলিল্লাহ! মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমি ক্রিকেট খেলাকে ভালোবাসি সুতরাং মাঠের বাইরের থাকাটা ছিল আমার জন্য কষ্টের। সবকিছু ভালোভাবে চলতে থাকলে আশা করি আগামী মাসে এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে দিয়ে মাঠে নামব। এসময় খুলনার হয়ে খেলব এবারের আসরে। নিজেকে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা করবো। বাকিটা আল্লাহ ভরসা।’
প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৯ ম্যাচে ১৮ উইকেট এবং ১৯৭ রান করা এই পেসার জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ২ ম্যাচ। যার একটি ওয়ানডে এবং অন্যটি হাংজুতে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসের টি-টোয়েন্টি ম্যাচ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও উইকেটের দেখা পাননি বাহাতি এই পেসার।
আরো পড়ুন : বাংলাদেশ দলকে নিয়ে নিজের ভাবনা কি? যা বললেন সালাউদ্দিন
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এসআর
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	