
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে সান্তিয়াগোয় সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার এই দলটি।
নির্ধারিত সময় শেষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। তবুও জয়ের দেখা পায়নি কোনো দল। ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, তৃতীয় গোলরক্ষক আবদেলহাকিম এল মেসবাহির কল্যাণে ম্যাচ জেতে মরক্কো। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়, আর তাঁর সেভেই জিতে যায় মরক্কো।
মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি আগে থেকেই বিশেষ পরিকল্পনা করেছিলেন। মেসবাহির পানির বোতলে ফ্রান্সের খেলোয়াড়দের ছবি ও তাদের সম্ভাব্য শটের দিক লেখা ছিল। সেই তথ্য অনুযায়ী মেসবাহি ফ্রান্সের শেষ পেনাল্টি শট রুখে দেন, আর তাতেই মরক্কো নিশ্চিত করে ঐতিহাসিক জয়।
ম্যাচের ৩২তম মিনিটে ফ্রান্সের গোলকিপার লিসান্দ্রু ওলমেতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মরক্কো। কিন্তু ৫৯ মিনিটে ফ্রান্সের লুকাস মিশেল গোল করে সমতা ফেরান। এরপর আর কোনো গোল হয়নি।
মরক্কোর প্রথম গোলরক্ষক ইয়ানিস বেঞ্চাউচ ইনজুরিতে পড়লে ৬৪ মিনিটে ইব্রাহিম গোমিস মাঠে নামেন। অতিরিক্ত সময়ের শেষদিকে তাঁকেও বদলি করে আনা হয় মেসবাহিকে, যিনি শেষ পর্যন্ত হয়ে ওঠেন দলের জয়ের নায়ক।
এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছে মরক্কো। গ্রুপ পর্বে স্পেন ও ব্রাজিলকে হারিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠে তারা। পরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে পৌঁছে সেমিফাইনালে।
উল্লেখ্য, ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চতুর্থ হয়ে থেমেছিল মরক্কো। এবার তারা সেই সীমা পেরিয়ে ইতিহাস গড়ল। আগামী রোববার, ১৯ অক্টোবর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে মরক্কো।
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ
