Connect with us
ফুটবল

টানা ম্যাচ জয়ের রেকর্ড গড়লো মরক্কো

মরক্কো ফুটবল দল
মরক্কো ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফুটবলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মরক্কো। ফুটবলের মানচিত্রে আফ্রিকাকে যেন নতুন মর্যাদা এনে দিয়েছে তারা। ২০২২ কাতার বিশ্বকাপে চমক দেখিয়েই থেমে থাকেনি আশরাফ হাকিমি, ইয়াসিন বুনোরা।

এবার টানা ১৬ ম্যাচ জিতে তারা ভেঙে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গড়া টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড। রেকর্ড গড়ার পাশাপাশি আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতিহাস রচনা করেছে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরা।
ইউসেফ এন-নেসিরির একমাত্র গোলে আফ্রিকান অঞ্চলে ৮ ম্যাচে ৮ জয়ে মোট ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মরক্কো। এই জয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স খ্যাত মরক্কো।



এর আগে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত সময়ে ওই কীর্তি গড়ে জাভি-ইনিয়েস্তারা। ২০২৪ সালের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র-র ম্যাচে সবশেষ জয়হীন ছিলো মরক্কো। এরপর তারা বাছাইপর্বে ৭ ম্যাচ, আফ্রিকা কাপ নেশন্সে ৬ ম্যাচ এবং টানা ৩টি প্রীতি ম্যাচে জয় পেয়েছে।

টানা ১৯ মাস ধরে অপরাজিত থাকা মরক্কো ৫০ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ৪টি। তবে মরক্কোর এই রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। এখনো প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও বাছাইপর্ব শেষে আগামী মাসে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে তারা।

 

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল