Connect with us
ক্রিকেট

ভারতের সাথে ট্রফি কান্ডের জন্য স্বর্ণপদক পেতে যাচ্ছেন মহসিন নাকভি

মহসিন নাকভি ও ভারত ক্রিকেট দল
মহসিন নাকভি ও ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন শেষ ই হচ্ছে না। এরই মধ্যে জানা গেছে, ট্রফি নিয়ে নিজের দৃঢ় অবস্থান রক্ষা করায় পাকিস্তানে স্বর্ণপদক পেতে যাচ্ছেন মহসিন নাকভি । তাকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দিয়ে সম্মান জানানো হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তার “নৈতিক ও সাহসী পদক্ষেপের” জন্য এই পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকার খবরে বলা হয়েছে, নাকভিকে সম্মাননা জানানো হবে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামালের মাধ্যমে।

জামাল বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়ার সম্পর্কের টানাপোড়েনের সময়ে নাকভির দৃঢ় অবস্থান ছিল পাকিস্তানের জন্য গর্বের বিষয়। তার মতে, এটি শুধুমাত্র ক্রিকেটের বিষয় নয়, দেশের মর্যাদা এবং চাপের মূহুর্তে দৃঢ় থাকার পরিচয়।



করাচিতে একটি জমকালো অনুষ্ঠানে নাকভিকে স্বর্ণপদক দেওয়া হবে। বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান খালিদ জামিল শামসি এবং সচিব ডিরেক্টর স্পোর্টস, কমিশনার করাচি গুলাম মুহাম্মাদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। পুরস্কার বিতরণের তারিখ পরে চূড়ান্ত করা হবে।

এশিয়া কাপে ভারতের কিছু পদক্ষেপের কারণে নাকভি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোয় পিসিবি ম্যাচ রেফারি ‘অ্যান্ডি পাইক্রফটের’ কাছে অভিযোগ জানায়। তারা সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে, যার ফলে ভারতীয় অধিনায়ককে জরিমানা গুনতে হয়।

সম্প্রতি এশিয়া কাপ ফাইনাল শেষে ভারত দল ট্রফি ও মেডেল নাকভির কাছ থেকে নিতে আপত্তি জানিয়েছিলো। যার কারণে পুরস্কার বিতরণের আয়োজনও শুরু হয়েছিল দেরিতে। শেষ পর্যন্ত ভারতের হাতে ট্রফি ও মেডেল কোনোটাই যায়নি। পরে ভারতীয় বোর্ড জানিয়েছে, আইসিসির নভেম্বর সভায় এসিসি সভাপতির আচরণ নিয়ে তারা প্রশ্ন তুলবেন এবং যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল যেন পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে এসিসি প্রধান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “আমি কোনো ভুল করিনি, ভারতীয় বোর্ডের কাছে ক্ষমাও চাইনি এবং কখনও চাইব না।”

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট