
২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরোয়া ফুটবল লিগের এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তিন ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে মোহামেডানের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই ক্লাবটি মোহামেডানের চেয়ে পয়েন্টের ব্যবধানে বেশ পিছিয়ে ছিল। লিগের ১৫তম রাউন্ডের ম্যাচে ফর্টিসের কাছে আবাহনী হারলেই চ্যাম্পিয়ন হতো মোহামেডান। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফর্টিসের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে আবাহনী। এতে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম রাউন্ডের ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী। বাকি তিন ম্যাচে তারা জয় পেলেও মোহামেডানকে ছুতে পারবেনা। তাই শিরোপা নিশ্চিত হয়েছে আলফাজ আহমেদের শিষ্যদের।
আরও পড়ুন:
» বিসিবিতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে যেসব অনিয়ম পেয়েছে দুদক
» স্থবির থাকা আইপিএল-পিএসএল আবার মাঠে গড়াচ্ছে আজ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আবাহনী জানিয়েছে, ‘আলহামদুলিল্লাহ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২০২৪-২০২৫ ফুটবল মৌসুমের লিগ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে।মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সবাইকে অভিনন্দন।’
সর্বশেষ ২০০২ সালে ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। তবে এরপর আর লিগ শিরোপার দেখা পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০০৭ সালে চালু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন মৌসুমে রানার্সআপ হয় তারা। এরপর দীর্ঘ কয়েক বছর শীর্ষ দুইয়ের বাইরে ছিল তারা। এমনকি অবনমন শঙ্কাতেও পড়েছিল।
তবে গত মৌসুমে দারুণ প্রত্যাবর্তন করে মোহামেডান। ২০২৩-২৪ মৌসুমে টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করেছিল তারা। অবশেষে ২০২৪-২৫ মৌসুমে এসে দেশের শীর্ষ লিগে সাফল্যের দেখা পেল দেশের অন্যতম সেরা এই ক্লাবটি।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/বিটি
