
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ (২৫ জুলাই) শুরু হলো ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ কাপ ২০২৫। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সাবেক তারকা মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন কোচ শাহিদ মাহমুদ।
এদিন তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে মাঠে উপস্থিত ছিলেন তারা। নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান, অনুশীলনের পদ্ধতি, পেশাদারিত্ব এবং মানসিক দৃঢ়তা নিয়ে দেন গুরুত্বপূর্ণ পরামর্শ। তরুণদের প্রশ্নের উত্তরও দেন তারা আন্তরিকভাবে।
সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক তরুণ স্পিনারদের স্পিন বোলিংয়ের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মেহরাব হোসেন অপি ও শাহিদ মাহমুদ তাদের কৌশলগত উন্নয়নের দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন:
»২০২৫ সালে বাংলাদেশের হয়ে কোনো টি-টোয়েন্টি হারেননি মুস্তাফিজ
» এশিয়া কাপের প্রস্তুতির জন্য আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এই চ্যালেঞ্জ কাপ সারা দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিভা অন্বেষণ ও পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে এই টুর্নামেন্টে দেশজুড়ে বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
