Connect with us
ক্রিকেট

বিশ্বকাপেও ব্যাটিং কোচ আশরাফুল, থাকছেন সালাহউদ্দিনও

Mohammad Ashraful and Mohammad Salahuddin
জাতীয় দলের সঙ্গেই থাকছেন আশরাফুল-সালাহউদ্দিন। ছবি- বিসিবি

আয়ারল্যান্ডের সিরিজের আগে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হয় একটি নতুন নাম। শান্ত-লিটনদের ব্যাটিং কোচের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুরুতে শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার। 

অনেকদিন ধরেই জাতীয় দলের কোচিং প্যানেলে কোনো ব্যাটিং কোচ ছিল না। এই সময়ে দলের ক্রিকেটারদের ব্যাটিংটা মূলত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনই দেখভাল করেছেন। সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের আগে আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

অবশ্য আশরাফুলের নিয়োগের পরপরই বিসিবিতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিনিয়র সালাহউদ্দীন। তিনি জানিয়েছিলেন, আয়ারল্যান্ড সিরিজ পর্যন্তই জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। যদিও শেষ পর্যন্ত আর পদত্যাগ করছেন তিনি। জাতীয় দলের সঙ্গেই থাকছেন দেশসেরা এই কোচ।



Ashraful and Salahuddin with Mominul Haque

মুমিনুলের সঙ্গে একই ফ্রেমে আশরাফুল ও সালাহউদ্দিন। ছবি- বিসিবি

সালাহউদ্দিনের পদত্যাগপত্র বিসিবিতে গৃহীত হয়নি। দেশের একটি প্রথম সারির গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। তিনি জানান, জাতীয় দলের সঙ্গে থাকছেন সালাহউদ্দিন।

একইসঙ্গে জাতীয় দলের সঙ্গে আশরাফুলের চুক্তির মেয়াদও বাড়ছে। ফাহিম জানিয়েছেন, জাতীয় দলে নিজের দায়িত্ব পালন করে যাবেন আশরাফুল। আপাতত এই কোচিং প্যানেল নিয়েই সামনে এগোতে চায় বোর্ড।

সদ্য শেষ হয়েছে আয়ারল্যান্ড সিরিজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে আর কোনো আন্তর্জাতিক সূচি নেই টাইগারদের। চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে বিপিএল। বিশ্বকাপের জন্য বিপিএল দিয়েই প্রস্তুতি সারবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট