Connect with us
ক্রিকেট

সাকিবকে পেছনে ফেলে মোহাম্মদ আমিরের রেকর্ড

MOHAMMAD AMIR AND SHAKIB AL HASAN
মোহাম্মদ আমীর ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দুইদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। বিরতির পর প্রথমদিনই জমজমাট ম্যাচ দেখলো ভক্তরা। রোমাঞ্চকর লড়াইয়ের পর ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। 

সিলেটের জয়ে বল হাতে অবদান রেখেছেন মোহাম্মদ আমির। ব্যক্তিগত ৪ ওভারের একটি মেইডেন ওভারও পেয়েছেন তিনি। তাতেই টি-টোয়েন্টিতে একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই সাবেক পেসার। আর এই রেকর্ড গড়ার মাধ্যমে আমির পেছনে ফেলেছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সিলেটের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন আমির। নতুন বলে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। তার করা প্রথম ওভার থেকে কোনো রান নিতে পারেননি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি।



স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের ২৮তম মেইডেন এটি। এই সংস্করণের ক্রিকেটে আমিরের চেয়ে বেশি মেইডেন পেয়েছেন কেবল সুনীল নারিন। ক্যারিবিয়ান এই স্পিনার টি-টোয়েন্টিতে ৩৩ বার মেইডেন পেয়েছেন।

আমির আজ মেইডেন ওভারের দিক থেকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ২৭ বার মেইডেন পেয়েছেন এই বাংলাদেশি স্পিনার। টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় এখন তিন নম্বরে আছেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট