বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলামের আগে আরো এক চমক দেখালো সিলেট টাইটান্স। বিদেশি কোটায় সাইম আইয়ুবের পর আরো এক পাকিস্তানি তারকাকে দলে ভেড়ালো ফ্রাঞ্চাইজিটি।
বিপিএলের আসন্ন আসরের জন্য পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালো সিলেট টাইটান্স। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
বিপিএলে এখন পর্যন্ত চারটি মৌসুমে চারটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন আমির। ২০১৫ সালে চিটাগংয়ের হয়ে বিপিএলে অভিষেক হয়েছিল তার। এরপর ২০১৭ আসরে ঢাকা, ২০২০ আসরে খুলনা এবং সবশেষ ২০২৩ সালে সিলেটের হয়ে মাঠ মাতিয়েছেন এই তারকা। দুই মৌসুম পর সিলেটের জার্সিতেই বিপিএল মাতাতে আসছেন এই বাঁহাতি পেসার।
বিপিএলে চার মৌসুমে চার ফ্রাঞ্চাইজির হয়ে মোট ৩৬টি ম্যাচ খেলে ৫২টি উইকেট শিকার করেন আমির। ওভারপ্রতি তিনি রান খরচ করেন ৬.৩৬ গড়ে। এর মধ্যে তার সবচেয়ে সফলতম আসর ছিল ২০২০ আসরে খুলনার জার্সিতে। সেই আসরে রানার্সআপ হয়েছিল তার দল।
খুলনাকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল আমিরের। ১৩ ম্যাচে ২০ উইকেট শিকার করেছিলেন এই পেসার। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাত্র ১৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। বিপিএলে এটাই তার সেরা বোলিং ফিগার।
এদিকে গতকাল পাকিস্তানের ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুবকে দলে নিয়েছে সিলেট। নিলামের আগে ২ জন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। ২ জন দেশি ক্রিকেটারকে আগেই দলে নিয়েছে তারা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তারকা স্পিনার নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। নিলাম থেকে পছন্দমতো খেলোয়াড় নিয়ে দল সাজাবে ফ্রাঞ্চাইজিগুলো। আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের, যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/বিটি