দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ বেঞ্চে থাকা এবং চ্যাম্পিয়নস লিগের দলে জায়গা না পাওয়া মিশরীয় ফরোয়ার্ডকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল, আপাতত সেটার অবসান ঘটল স্কোয়াডে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।
ক্লাব সূত্র জানিয়েছে, প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে সরাসরি আলোচনার পর চলতি বছরের শেষ ক্লাব ম্যাচের স্কোয়াডে রাখা হচ্ছে সালাহকে। আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়ার আগে এটিই হতে যাচ্ছে তার লিভারপুল জার্সিতে শেষ ম্যাচ এমন গুঞ্জনও রয়েছে চারপাশে।
লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর দেওয়া সাক্ষাৎকারে সালাহ প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, আমাকে দলে বলির পাঁঠা বানানো হচ্ছে। যখন দলকে তাঁর প্রতি ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ করেন, তখনই বোঝা গিয়েছিল ড্রেসিং রুমের পরিবেশ আর আগের মতো নেই। ওই মন্তব্যের পরই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। এরপর প্রিমিয়ার লিগেও টানা তিন ম্যাচ বেঞ্চে থাকেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সালাহর সঙ্গে বৈঠকে বসেন কোচ আর্নে স্লট। আলোচনা শেষে দুপক্ষই আপাতত সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। ক্লাবের স্বার্থ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আফ্রিকান নেশনস কাপ শেষে সালাহর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা হবে বলে ধারণা মিলেছে।
সালাহকে দলে ফেরানোর বিষয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সরাসরি কিছু বলতে চাননি কোচ স্লট। শুধু জানান, খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বিষয়টি বাইরে আলোচনা করার মতো কিছু নয়।
এদিকে সালাহ নিজেও সাম্প্রতিক সাক্ষাৎকারে অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও কোচ স্লট স্পষ্ট করে জানিয়েছেন, সালাহকে দলে না রাখার কোনো কারণ দেখছেন না তিনি।
সব মিলিয়ে চার ম্যাচ পর আবার মাঠে ফিরছেন লিভারপুলের এই অন্যতম সেরা তারকা। তবে এই প্রত্যাবর্তন সাময়িক নাকি দীর্ঘমেয়াদি সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ