Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের খেলোয়াড়দের মদ্যপান নিয়ে মুখ খুললেন মঈন আলি

ENGLISH CRICKETERS
মদ্যপানরত ইংলিশ ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

অ্যাশেজে অজিদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের মধ্যেই পারফরম্যান্সের বাইরে ভিন্ন এক বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ড দল। অভিযোগ উঠে, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা একটি নাইটক্লাবে অতিরিক্ত মদ্য পান করেছেন। 

অ্যাশেজে পার্থ ও ব্রিসবেনে টানা দুই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় টেস্ট শুরুর আগে ছুটি পান ইংলিশ ক্রিকেটাররা। ছুটি কাটাতে তারা যায় কুইন্সল্যান্ডের পর্যটন শহর নুসায়। ব্রিটিশ ও অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নুসায় অবস্থানকালে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় নিয়মিত ও অতিরিক্ত মাত্রায় মদ্য পান করেছেন।

সম্প্রতি ইংল্যান্ডসহ অন্যান্য দলের মদ্যপানের সংস্কৃতি নিয়ে কথা বলেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তিনি ক্রিকেটে মদ্যপানকে একটি সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, দলের মধ্যে এ নিয়ে নির্দিষ্ট নিয়ম বা বিধি-নিষেধ থাকা উচিত। বিধিনিষেধ আরোপ করলে চার-পাঁচ বছরের মধ্যে খেলার ধরনেও পরিবর্তন দেখা যেতে পারে মনে করেন মঈন আলি।



বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্যপান নিয়ে মুখ খুলেছেন সাবেক এই ইংলিশ তারকা। মদ্যপান ক্রিকেটে কিধরণের প্রভাব ফেলে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না, টি-টোয়েন্টিতে তে এটা কোনো প্রভাব ফেলবে। সত্যি কথা বলতে, অনেক কিছুই কিছুটা অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, আসলে কোনো মদ্যপানের সংস্কৃতি নেই। হ্যাঁ, আগেও ছিল না। যদিও এখন কিছুটা শুরু হয়েছে অ্যাশেজ সিরিজে, তবে সেটাও সীমিত। মোটেও কোনো মদ্যপানের সংস্কৃতি নেই।’

মঈনের সাবেক সতীর্থদের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন তিনি। তবে খেলোয়াড়েরা মানসিক ক্লান্তি কাটাতেই এমনটা করেছে বলে মনে করেন তিনি। মঈন বলেন, ‘কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে, যা সবারই জানা আছে। আমি নিজেও অ্যাশেজ সফরে ছিলাম, যেখানে প্রস্তুতি পাঁচ সপ্তাহ চলে এবং সত্যি বলতে, প্রথম ম্যাচ খেলবার আগেই আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাই তারা সম্ভবত অন্যভাবে চেষ্টা করছিল।’

অ্যাশেজে অজিদের বিপক্ষে ভরাডুবির পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মদ্যপানের ঘটনার বিষয়ে কড়া সিদ্ধান্ত নেয়। দলের পরিকল্পনা ও প্রস্তুতি, ব্যক্তিগত পারফরম্যান্স এবং খেলোয়াড়দের আচরণ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় ইসিবি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে ইংলিশরা। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর আগামীকাল (শুক্রবার) ১ম টি-টোয়েন্টিতে মাঠে নামবে তারা। সিরিজ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান।

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট