Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে ‘আন্ডাররেটেড’ মনে করেন মঈন আলি ও আদিল রশিদ

MOEEN ALI AND ADIL RASHID
মঈন আলি ও আদিল রশিদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন দুই ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলি এবং আদিল রশিদ। সম্প্রতি বেয়ার্ড বিফোর ক্রিকেট অনুষ্ঠানে মুস্তাফিজের বোলিং দক্ষতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব নিয়ে প্রশংসা করেন এই দুই তারকা ক্রিকেটার।

মঈন আলি এবং আদিল রশিদের মতে মুস্তাফিজ ক্রিকেট বিশ্বের অন্যতম আন্ডাররেটেড একজন খেলোয়াড়।  আইপিএলে মুস্তাফিজের মূল্য ও আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাব নিয়েও আলোচনা করেন তারা।

গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ ও মঈন আলি। পডকাস্টে সাবেক সতীর্থকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান মঈন। আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মূল্য মুস্তাফিজের প্রাপ্য বলে মনে করেন মঈন আলি।



আইপিএলের এবারের আসরে মুস্তাফিজের মূল্য নিয়ে পডকাস্টে মঈন বলেন, ‘আমি তার (মুস্তাফিজ) জন্য খুবই খুশি। এটা তার প্রাপ্য।’

পডকাস্টে থাকা ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও মঈনের কথার সাথে একমত পোষণ করেন। মুস্তাফিজকে আন্ডাররেটেড উল্লেখ করে রশিদ বলেন, ‘তার (মুস্তাফিজ) প্রাপ্য। কারণ সে খুবই আন্ডাররেটেড। সারাবিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটেও সে খুব ভালো পারফর্মার।’

তবে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ পুরো সিজন খেলতে না পারায় দুঃখপ্রকাশ করেন মঈন। মঈন বলেন, ‘চেন্নাই সুপার কিংসে তার জন্য আমার খারাপ লেগেছিল। সে শুরুতে ভালো করেছিল, কিন্তু কয়েক ম্যাচ পরে তার পক্ষে যায়নি। সে বেশি খেলার সুযোগ পেল না।’

তবে মুস্তাফিজের দক্ষতার প্রশংসা করে মঈন বলেন, ‘আমি খুবই খুশি তার জন্য। তার দক্ষতা অনেক বেশি। অনেক বছর ধরেই সে এটা করছে।’

মুস্তাফিজের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘সে খুবই আন্ডাররেটেড। সে দুর্দান্ত স্লো বল করতে পারে। তার দক্ষতা অসাধারণ, কিন্তু খুব কমই রাডারে আসে।’

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট