
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন। আজ (৪ সেপ্টেম্বর) কোয়াবের নির্বাচনে সভাপতি পদে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আজ বিসিবি প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি পদে লড়েন মোহাম্মদ মিঠুন ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ। বিকেল ৩টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে ৫টা পর্যন্ত। ওই নির্বাচনে সশরীরে এবং অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। যেখানে সেলিম শাহেদের তুলনায় কয়েকগুণ বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন। মোট ২১৫ জনের ভোট দেওয়ার সুযোগ ছিল। এর মাঝে ভোট দিয়েছেন ১৯০ জন, তবে ২টি ভোট বাতিল হয়েছে। বাকি ১৮৮ ভোটের মধ্যে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে শাহেদ পেয়েছেন মাত্র ৩৪টি ভোট।
কোয়াবের কার্যনির্বাহী কমিটির পদসংখ্যা ১১ টি। এর মধ্যে ১০ পদেই ছিল একক প্রার্থী। যে কারণে ১০ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে সভাপতি পদেই ছিলেন দুইজন প্রার্থী। যদিও সভাপতি পদেও শুরুতে এক প্রার্থীই ছিলেন। মিঠুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। এই নির্বাচন থেকে অটো পাস তকমা সরাতে দাঁড়ান সেলিম শাহেদ।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ ও ইরফান শুক্কুর।
সাধারণত ক্রিকেটারদের সব বিষয়ে দেখভাল করে থাকে কোয়াব। যদিও অনেকদিন ধরে এই সংগঠনটির কার্যক্রম ঠিকমতো চলেনি। তবে এবার নতুন সভাপতি মিঠুনের হাত ধরে আবার চালু হবে সংগঠনটির কার্যক্রম।
ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/বিটি
