Connect with us
ক্রিকেট

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে মিচেল, বোলিংয়ে বড় লাফ আবরারের

ড্যারিল মিচেল ও আবরার আহমেদ
ড্যারিল মিচেল ও আবরার আহমেদ। ছবি: সংগৃহীত

আইসিসির নতুন রাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন কিউয়ি অলরাউন্ডার ড্যারিল মিচেল। ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান কে কাটিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন এই অলরাউন্ডার।

সবশেষ ১৯৭৯ সালে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোনো কিউয়ি ব্যাটার। গ্লেন টার্নারের পর প্রথম কিউয়ি ব্যাটার হিসেবে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন মিচেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিচেল। এর আগে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে করেছিলেন ১৭৮ রান। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান দখল করেছেন এই কিউয়ি অলরাউন্ডার।



মিচেল শীর্ষে ওঠায় শীর্ষস্থান হারিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এই ভারতীয় ওপেনারের বর্তমান অবস্থান ২। এক ধাপ পিছিয়ে গেছেন দ্বিতীয় অবস্থানে থাকা আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে এক ধাপ এগিয়েছেন বাবর আজম। বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছেন এই পাকিস্তানি ব্যাটার। তবে অবস্থানের পরিবর্তন হয়নি চার ও পাঁচে থাকা শুভমান গিল ও বিরাট কোহলির।

ব্যাটিংয়ে শীর্ষস্থানের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বোলিংয়ের শীর্ষস্থানে। পূর্বের ন্যায় শীর্ষস্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার ও প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।

র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। ১১ ধাপ এগিয়ে বর্তমানে ৯ নাম্বারে অবস্থান করছেন এই পাকিস্তানি লেগ স্পিনার।

বোলিংয়ের ন্যায় পরিবর্তন হয়নি অলরাউন্ডার র‍্যাঙ্ককিংয়ের শীর্ষস্থানেও। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। মেহেদী হাসান মিরাজের অবস্থান অপরিবর্তিত, ৪ নম্বরেই রয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ভারতও। পরিবর্তন হয়নি দ্বিতীয় ও তৃতীয় অবস্থানেও, দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কিউয়িরা এবং তৃতীয় অবস্থানে রয়েছে অজিরা। বাংলাদেশের অবস্থান দশম।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট