Connect with us
ক্রিকেট

জাতীয় দলে খেলা হলো না, এনসিএলের ম্যাচ জয়ে রাঙালেন সৌম্য

Missed out on the national team, Soumya shines in NCL victory
খুলনার জার্সিতে এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন সৌম্য। ছবি- বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (রোববার) মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি খেলতে এখন আরব আমিরাতের শারজায় অবস্থান করার কথা ছিল সৌম্য সরকারের। তবে তিনি বর্তমানে অবস্থান করছেন সিলেটে। সেখানে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এশিয়া কাপের স্কোয়াড নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। তবে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়ে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যান। তার বদলি হিসেবে দলে সুযোগ পান সৌম্য সরকার। তবে এশিয়া কাপের দলে না থাকায় দেশেই ছিলেন তিনি। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত আরব আমিরাত সফরে যেতে পারেননি সৌম্য। যে কারণে সুযোগ পেয়েও এই সিরিজে খেলা হয়নি তার।

ভিসা না হওয়ায় এনসিএল খেলতে পুনরায় সিলেটে ফিরে গেছেন সৌম্য। সেখানে নিজ দল খুলনার হয়ে আজ খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছেন তিনি। দলের জয়ে ব্যাটে-বলে অবদানও রেখেছেন এই অভিজ্ঞ তারকা।



এনসিএল টি-টোয়েন্টি আসরে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি হয়েছিল খুলনা। এই ম্যাচে ঢাকাকে ১৭ রানে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮৬ রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি ঢাকা।

দলের জয়ের দিনে ব্যাট হাতে ওপেনিংয়ে খেলতে নেমে ১৯ বলে ২ চার ও ১ এক ছক্কার মারে ২৫ রানের ইনিংস খেলেন সৌম্য। এছাড়া বল হাতে ২ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন একটি মূল্যবান উইকেট।

এদিন ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জিয়াউর রহমান। বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। তাছাড়া ব্যাট হাতে ৭ বলে ১৭ রানের ঝোড়ো ক্যামিও খেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এছাড়া খুলনার হয়ে ব্যাট হাতে ২৪ বলে ৪৫ রান করেন আফিফ হোসেন। অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৪১ রান। ৩৪ রান করে অবদান রাখেন মোহাম্মদ ইমরানুজ্জামান। ঢাকার হয়ে তৈবুর রহমান ৪টি এবং রিপন মন্ডল ২টি উইকেট শিকার করেন। অন্যদিকে ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া শিবলি ২৩, জিশান আলম ২০ এবং সুমন খান ২১ রান করেন।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট