
বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে টি-টোয়েন্টি দলে না রাখায় বেশ আলোচনা চলছিল। গতকালই তাকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছিল বিসিবি। তবে একদিন পেরোতেই টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই টাইগার অলরাউন্ডার।
ওপেনার সৌম্য সরকারের চোটে কপাল খুলেছে মিরাজের। চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য। তার বদলি হিসেবে পাকিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন মিরাজ।
বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের বাদ পড়া এবং মিরাজকে দলে অন্তর্ভুক্ত করার খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন :
» আবারও পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন রিশাদ
» ইয়ামালকে দেখে বদলেছেন কৌশল, কে এই আশা জাগানো মুরশেদ?
গত কয়েকদিন ধরেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। সদ্য সমাপ্ত আরব আমিরাত সিরিজে দলে থাকলেও তিন ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়েছেন এই ব্যাটার। পাকিস্তানের সিরিজের আগে তার সেরে ওঠার সম্ভাবনা নেই। তার সেরে উঠতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। যে কারণে তাকে পাকিস্তান সফর থেকে বাদ দিয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘চোট পরীক্ষার পর দেখা গেছে, তার সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এই কারণে তিনি পাকিস্তানে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।’
মিরাজকে টি-টোয়েন্টি না রাখায় গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল দেশের ক্রিকেট পাড়ায়। সংবাদকর্মীরাও এর উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে মিরাজের বোলিংটা খুব একটা কার্যকরী না হওয়ার তাকে বিবেচনা করা হয়নি। তবে একদিন পরেই জাতীয় দলে ডাকা হয়েছে এই অলরাউন্ডারকে।
এদিকে শুরুতে জাতীয় দলে না থাকায় পিএসএলে খেলার সুযোগ পান মিরাজ। তাকে প্লে-অফের ম্যাচের জন্য দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বর্তমানে পাকিস্তানেই আছেন তিনি। পিএসএল শেষেই জাতীয় দলে যোগ দেবেন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২২মে২৫/বিটি
