
সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদি হাসান মিরাজ। রোডেশিয়ানদের বিপক্ষে ১-১ এ ড্র সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছিল তার হাতেই। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন এই অলরাউন্ডার।
বুধবার (৭ মে) সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সি (আইসিসি)। যেখানে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এটাই তার ক্যারিয়ার সেরা অবস্থান। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩২৭। ৪০০ পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ খেলেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে পরপর দুই ইনিংসেই ফাইফার নেন তিনি। এরপর চট্টগ্রাম টেস্টে একই ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি পাঁচ উইকেটের বিরল কীর্তি গড়েন এই অলরাউন্ডার। সবমিলিয়ে দুই টেস্টে বল হাতে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১১৬ রান করেন এই তারকা।
আরও পড়ুন:
» ব্যাটে-বলে দাপট দেখিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
» ‘ইন্টার’ পরীক্ষায় ফেল করে বার্সেলোনার টার্গেট এল ক্লাসিকো
তবে শুধু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নয়, ব্যাটার এবং বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। টেস্টে বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে সিরিজে ১১ উইকেট শিকার করা এই স্পিনার ৭ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। এছাড়া স্পিনার নাঈম হাসান ৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মিরাজ। ৮ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন। এছাড়া মুমিনুল হক এক ধাপ এগিয়ে ৪৭ নম্বরে, নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে ৫২ নম্বরে এবং মাহমুদুল হাসান জয় দুই ধাপ এগিয়ে ৯৩ নম্বরে উঠে এসেছেন।
ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি
