
আইসিসির এপ্রিল মাসের ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
প্রথমবারের মতো আইসিসির এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে মিরাজের সামনে। এক্ষেত্রে তাকে পেছনে ফেলতে হবে আরও দুই ক্রিকেটারকে। মিরাজের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।
সবশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে পরপর দুই ইনিংসেই ফাইফার নেন তিনি। এরপর চট্টগ্রাম টেস্টে একই ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি ফাইফার তুলে নেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন:
» বাংলাদেশ-শ্রীলঙ্কা : একনজরে টেস্ট,ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি
» আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়?
সবমিলিয়ে দুই টেস্টে বল হাতে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১১৬ রান করেন। এতে সিরিজসেরার পুরস্কারও জিতেন এই তারকা। আর এই পারফরম্যান্সের সুবাদেই জায়গা হয়েছে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।
এদিকে মুজারাবানিও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন। সিলেট টেস্টে জয়ের নায়ক ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করেই বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন পর টেস্ট জয়ে স্বাদ পায় জিম্বাবুয়ে। সবমিলিয়ে দুই টেস্টে ১০ উইকেট শিকার করে জায়গা করে নিয়েছেন মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।
এছাড়া বেন সিয়ার্স সবশেষ পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। সফরকারীদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে দুটোতেই ফাইফারের দেখা পেয়েছেন এই পেসার। এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে এপ্রিলে সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা, ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউস ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/বিটি
