Connect with us
ক্রিকেট

পিএসএলে সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মিরাজ

Miraz is looking forward to play with Shakib in PSL
পিএসএলে একই দলে খেলবেন সাকিব-মিরাজ। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চলতি পিএসএলের প্লে-অফের ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। যেখানে শুরুর দিকে খেলেছিলেন রিশাদ হোসেন এবং এখন খেলছেন সাকিব আল হাসান। পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিবের সঙ্গে একই দলে খেলতে মুখিয়ে আছেন মিরাজ।

পিএসএলে দল পাওয়ার পরপরই বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পান মিরাজ। আপাতত জাতীয় দলের বাইরে থাকায় দ্রুতই অনাপত্তিপত্র পেয়ে গেছেন এই অলরাউন্ডার। তাকে প্লে-অফ পর্বের ম্যাচে অংশগ্রহণে জন্য ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। সে লক্ষ্যে আজ (মঙ্গলবার) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন এই অলরাউন্ডার।

পিএসএলে শেষদিকে এসে দল পেয়েছেন সাকিবও। তিনি অবশ্য লিগ পর্বের একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। লিগ পর্বে আর ম্যাচ না থাকায় দুজনকে দেখা যাবে প্লে-অফে। প্রথমবার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন মিরাজ, সেটাও সাকিবের দলে। এ নিয়ে বেশ রোমাঞ্চিত এই স্পিনার।

আরও পড়ুন :

» বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে নতুন মোড়

» ক্যারিয়ার নষ্টের অভিযোগ তুলে বিচার চাইলেন নারী ক্রিকেটার

রাতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ। এ সময় তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে খেলব, অবশ্যই ভালো লাগছে। সর্বশেষ সাকিব ভাইয়ের সঙ্গে খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। পিএসএলে একই দলে খেলব, খুবই ভালো লাগছে।’

এদিকে মিরাজকে দলে ভিড়িয়ে খুশি লাহোর। আজ মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজকে নিয়ে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘মেহেদি হাসান মিরাজ এখন থেকে একজন “কালান্দার”! আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন এই বাংলাদেশি তারকা অলরাউন্ডার। সিকান্দার রাজার জায়গায় দলে যোগ দিচ্ছেন তিনি। মেহেদি, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!’

আগামী ২২ মে প্রথম এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট