Connect with us
ক্রিকেট

রিশাদের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ মিরাজ

Miraz impressed by Rishad’s all-round performance.
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মিরাজ। ছবি- বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিশাদ হোসেন। পুরো সিরিজজুড়ে স্পিন ভেলকির পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এই অলরাউন্ডার। তাতে মিলেছে সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার। একইসঙ্গে প্রশংসাও ভাসছেন এই লেগি।

গতকাল (বৃহস্পতিবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যাট হাতে রাঙাতে না পারলেও বল হাতে শিকার করেছেন তিনটি উইকেট। সবমিলিয়ে সিরিজের তিন ম্যাচে বল হাতে ৪.৪৮ ইকোনমিতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ৩ ম্যাচে ৩৪ গড় ও ২০৬.০৬ স্ট্রাইকরেটে ৬৮ রান করেন এই অলরাউন্ডার।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছেন রিশাদ। এবার তার প্রশংসায় মেতেছেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ (শুক্রবার) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন মিরাজ। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পুরো সিরিজ জুড়ে রিশাদের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আমি মুগ্ধ হয়েছি। এগিয়ে চলো চ্যাম্প!’



মিরপুরে সিরজের প্রথম ম্যাচে ব্যাট হাতে শেষদিকে খেলতে নেমে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও খেলেন রিশাদ। তবে দল ২০৭ রানের বেশি পুঁজি গড়তে পারেনি। তবুও রিশাদের স্পিন ভেলকিতে ৭৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। রিশাদ একাই ৬ উইকেট নিয়ে উইন্ডিজকে ১১৭ রানের মধ্যেই আটকে দেন।

এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ঝোড়ো ক্যামিও খেলেন রিশাদ। সেই ম্যাচে বল হাতে ৩ উইকেট নেন এই লেগি। যদিও ম্যাচটি সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। গতকাল তৃতীয় ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে যান এই লেগি।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট