Connect with us
ক্রিকেট

জাদেজাকে ছাড়িয়ে শীর্ষস্থানে চোখ মিরাজের

Miraz eyes to surpass Jadeja at the top
জাদেজাকে ছাড়িয়ে এক নম্বরে উঠতে চান মিরাজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হয়ত মেহেদি হাসান মিরাজই। একসময় সাকিব মাঠে নামলেই হাতছানি দিত নতুন নতুন রেকর্ড। বর্তমানে সেই কাজটা করে যাচ্ছেন মিরাজ। ব্যাটে-বলে প্রতিনিয়ত নতুন নতুন কীর্তি গড়ছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করেছেন মিরাজ। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন এই টাইগার তারকা। টেস্টে এটাই তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং।

একসময় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রাজত্ব করে গেছেন সাকিব। কখনো তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, কিংবা কখনো ছিলেন রবীন্দ্র জাদেজা। তবে সাকিব শীর্ষে জায়গা হারিয়েছেন অনেক আগেই। তাছাড়া এখন আর বাংলাদেশের সাদা পোশাকে খেলছেন না তিনি। তাই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পুনরায় শীর্ষে ওঠার সুযোগও থাকছে না।

আরও পড়ুন:

» বাংলাদেশ সিরিজের আগে নতুন প্রধান কোচ নিয়োগ দিল পাকিস্তান

» পিএসএলের নতুন সময় ঘোষণা, পেছাচ্ছে বাংলাদেশ সিরিজ! 

বর্তমানে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জাদেজা। সাকিব না থাকায় এখন এই ভারতীয় অলরাউন্ডারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন মিরাজ। জাদেজাকে ছাড়িয়ে টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুযোগ রয়েছে মিরাজের সামনে। আর সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার।

আজ মঙ্গলবার (১৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিরাজ। সেখানে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় (দুইয়ে ওঠা)। তবে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। আমার লক্ষ্য আরও উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থেকে ভালো খেলতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে। তবে একসাথে অনেক বড় চিন্তা করছি না, একটু একটু করে এগোতে চেষ্টা করছি।’

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাদেজার রেটিং পয়েন্ট ৪০০। এই ভারতীয় তারকার চেয়ে এখনো বেশি পিছিয়ে মিরাজ। তার রেটিং পয়েন্ট ৩২৭। তাই শীর্ষে পৌঁছাতে নিয়মিত পারফর্ম করতে হবে এই টাইগার তারকাকে।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট