Connect with us
ক্রিকেট

পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ জয়ের রহস্য জানালেন মিরাজ

Mehidy Hasan Miraz talked about winning PSL
পিএসএল জয়ের কারণ জানালেন মিরাজ। ছবি- সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে খেলতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। যদিও প্লে-অফের আগে দলে ডাক পাওয়া এই টাইগার ক্রিকেটার পাননি একাদশে থেকে মাঠে নামার সুযোগ। তবে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের অংশ হিসেবেই শিরোপা জয় করেছেন তিনি।

গতকাল রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে কোয়েটা। বড় রান তাড়া করতে নেমে এক বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে ছিলেন রিশাদ হোসেন। বাকি দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ ছিলেন না একাদশে।

তবে ম্যাচ শেষে দলের জয় পরিপূর্ণ ভাবে উদযাপন করেছেন মেহেদী মিরাজ। ম্যাচ শেষে পিএসএল সম্প্রচারকারী চ্যানেলের কাছে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘অবশ্যই। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আর সবাই এটি বেশ উপভোগ করেছে।’


আরও পড়ুন:

» পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, কবে ফিরবেন মাঠে?

» কোয়েটাকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর


 

শেষ দিকে কুসাল পেরেরা ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে ২০ বলে ৫৭ রানের কঠিন চ্যালেঞ্জ মিলিয়েছে লাহোর। তাদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘আমি মনে করি, গুরুত্বপূর্ণ সময়ে কুসাল এবং রাজা দুর্দান্ত খেলেছেন। আমরা তাদের নিয়ে গর্ব করি। এটা আমাদের জন্য বিশাল মুহূর্ত; আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ভাগ্যবান।’

ফাইনাল ম্যাচ জয়ের রহস্য জানিয়ে মিরাজ বলেন, ‘কুসাল এবং রাজা যখন মাঠে এসেছিল, তখন তাদের আত্মবিশ্বাস থাকা জরুরী ছিল যে তারা ম্যাচ জেতাতে পারবে। গুরুত্বপূর্ণ সময় তারা একদমই প্যানিক হয়নি। তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল, তাই শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি।’

ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার রাতে গ্যালারিতে দর্শকদের বিশাল সমর্থন পেয়েছে লাহোর। মাঠে আসা দর্শকদের নিয়ে মিরাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই দর্শকরা মাঠে আসছে। আমরা বেশ এক্সাইটেড ছিলাম। দর্শকরাও ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছেন। এমন একটা ম্যাচ, বোঝাই যাচ্ছিল না ফলাফল কাদের দিকে যাবে।’

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট