অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার জ্বরে ভুগছেন। মাহমুদউল্লাহর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় মাহমুদউল্লাহর একটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন জান্নাতুল। এবার বাংলাদেশের ক্রিকেটাররাও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আজ রাতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এক ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে মিরাজ লিখেছেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে পূর্ণ শিফা দান করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন। সবসময় দোয়া রইলো আপনার জন্য, লিজেন্ড।’
আরেক ক্রিকেটার সাব্বির রহমান এক ফেসবুক পোস্টে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমার বড় ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। দয়া করে সবাই তাকে তোমাদের প্রার্থনায় রাখুন।’
মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। তিনি মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মাঠে যেমন তিনি সবসময় লড়ে গেছেন, এই লড়াইটাও তিনি জিতে ফিরবেন— ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’
গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারিরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত তিন-চার দিন আগে জ্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/বিটি