
ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ। নিজেদের খেলা ৭ ওয়ানডে ম্যাচের সবকটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার (৫ জুলাই) বেলা ৩টায় দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা। এর আগে টস করতে নেমে জিতেছেন মিরাজ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাস ও তাসকিন আহমেদের বসিয়ে রেখেছে ম্যানেজম্যান্ট। একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। এই ম্যাচে শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন রয়েছে। মিলান রত্নায়েকের স্থলে এসেছেন দুনিথ ওয়েললাগে এবং ইশান মালিঙ্গার জায়গায় খেলবেন দুশমান্থা চামিরা।
আরও পড়ুন:
» হারের বৃত্ত ভেঙে সিরিজে আজ টিকে থাকতে পারবে বাংলাদেশ?
» ‘হ্যাপি ফোর্থ’ লিখে সাকিবপত্নীর পোস্ট, কোনো ইঙ্গিত দিলেন তিনি?
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এজে
