ক্রিকেটের সরঞ্জামের অন্যতম দেশীয় কোম্পানি এমকেএসের অন্যতম কর্ণধার বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে নিয়মিত নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেললেও বর্তমানের নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলতে দেখা যায় না মিরাজকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলার বিষয়ে কথা বলেছেন মিরাজ। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে স্পন্সরশিপের বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিরাজ জানান, এর আগে কিছু কোম্পানির ব্যাট ব্যবহার করেছিলেন স্পন্সরের সঙ্গে থাকা চুক্তির কারণে। তবে খুব শীঘ্রই তিনি আবার এমকেএস ব্যাট হাতে খেলতে নামবেন।
নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলার বিষয়ে মিরাজ বলেন, ‘নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলা তার জন্য আলাদা অনুভূতি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে এমকেএস ব্যাট দিয়ে দুটি ফিফটি করেছিলেন মিরাজ। গত বছর বিপিএলে এমকেএস ব্যাট দিয়ে ২১টি ছক্কা হাঁকিয়েছিলেন মিরাজ, যা তার জন্য অনন্য অভিজ্ঞতা। এছাড়াও গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে করা বেশিরভাগ রানই তিনি এমকেএস ব্যাট হাতে অর্জন করেছেন।
কোম্পানির কার্যক্রম নিনিয়ে মিরাজ বলেন, ‘ব্যাট তৈরির বিষয়টি মূলত আমার সহকর্মী শাহীন দেখভাল করেন। আমি চাই না শুধু আমার জন্য ভালো ব্যাট তৈরি হোক, বরং প্রতিটি গ্রাহক যেন একই মানের ব্যাট পায়।’
এমকেএস ব্যাটের প্রতি অন্যান্য খেলোয়াড়ের আগ্রহও উল্লেখ করেন মিরাজ। বিপিএলের কয়েকজন খেলোয়াড়, আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইসহ আরও কয়েকজনকে এই ব্যাট ব্যবহার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/এআই
