 
																												
														
														
													ক্রিকেটের রাজকীয় ফরম্যাট বলা হয় টেস্ট ক্রিকেটকে। বাংলাদেশের রেকর্ডের বরপুত্র খ্যাত সাকিব আল হাসানের একটি রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন মেহেদি হাসান মিরাজ। টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের ক্লাবে মিরাজ। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই লিস্টে উঠলেন মিরাজ।
সবমিলিয়ে ক্রিকেট দুনিয়ায় দুশো উইকেট ও দুই হাজার রানের মালিকের সংখ্যা ২৬। টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট, মিরাজের লাগল ৫৩ টেস্ট। দুটো ঘটনাই চট্টগ্রামে।
তবে এই রেকর্ড দ্রুত গড়ার বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের কিংবদন্তী অলরাউন্ডার ইয়ান বোথামের। তিনি ৪২ টেস্টে এই কীর্তি গড়েছেন। সেখানে মিরাজ ষষ্ঠ দ্রুততম হিসেবে এই লিস্টে ঢুকেছেন।
আরও পড়ুন
»অভিষিক্ত সাকিবের ব্যাটে চমক, মিরাজের দৃঢ়তায় বাড়ছে লিড
»কালান্দার্সের সাথে রিশাদের “ওয়াইল্ড” অভিজ্ঞতা
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শতক তুলে নিয়েছেন মিরাজ। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তোলার পথে এই কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। এর আগে সিলেট টেস্টে বল হাতে ফাইফারের কীর্তি গড়েছিলেন।
শুধু এখানেই শেষ নয়। একই টেস্ট সিরিজে সেঞ্চুরি এবং দশ উইকেট শিকারের রেকর্ডেও সাকিবের পাশে নাম লেখালেন মিরাজ। এই রেকর্ড ইয়ান বোথামের আছে তিনবার। ইমরান খান ও ওয়াসিম আকরামের আছে দুবার করে। এছাড়া সাকিব, টনি গ্রেগ ও রিচার্ড হ্যাডলির পাশে জ্বলজ্বল করছে মিরাজের নাম।
মিরাজের সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস শেষে ২১৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে ৪৪৪ রান তুলেছে টাইগাররা। সাদমান ইসলামের পর শতক এসেছে মিরাজের ব্যাট থেকেও।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এজে/এনজি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	