বিজয় দিবসের অল স্টারস প্রীতি ম্যাচে মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসল মিরাজদের অদম্য একাদশ। নাঈম শেখের ঝড়ো ফিফটি আর শেষদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঠান্ডা মেজাজের ব্যাটিংয়ে শান্তদের অপরাজেয় একাদশকে ৩ উইকেটে হারিয়েছে অদম্য।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে অপরাজেয় একাদশ। নতুন বল হাতে নিয়েই ম্যাচে উড়ন্ত সূচনা দেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে দেন তিনি। ইনসুইং আর আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজে শুরুতেই চাপে পড়ে যায় অপরাজেয়।
এদিকে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার জিশান আলম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলীয় রান এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। ২২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন জিশান। তবে সাইফউদ্দিনের বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে ফেরার পর আবারও ছন্দ হারায় দলটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ধীরগতিতে খেললেও বড় ইনিংস গড়তে পারেননি। মোহাম্মদ মিঠুন ৭ বলে ৬ রান করে ফিরে যান দ্রুতই।
৫৭ রানে ৩ উইকেট পড়ার পর আর কেউ ইনিংস টেনে নিতে পারেননি। জাকের আলী ১৩ বলে ২৩ রান করেন, আব্দুল গফফার যোগ করেন ৯ বলে ১৭। নির্ধারিত ২০ ওভার শেষে অপরাজেয় একাদশ থামে ১৬৬ রান করে। অদম্য একাদশের হয়ে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩টি করে উইকেট।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অদম্য একাদশের শুরুটা ভালো ছিল না। হাবিবুর রহমান সোহান ও তানজিদ হাসান তামিম দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। তবে একপ্রান্ত আগলে রেখে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাঈম শেখ। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ২৭ বলেই নিজের ফিফটি তুলে নেন নাঈম।
রিপন মন্ডলের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। হৃদয় ১৭ বলে ২৫ রান করে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আফিফ হোসেন ১১ বলে করেন ১৮। শেষদিকে অঙ্কন ও আকবর দ্রুত ফিরলে ম্যাচ গড়ায় শেষ ওভারে।
চাপের মুহূর্তে অধিনায়ক মিরাজ দায়িত্ব নেন। ১০ বলে অপরাজিত ১৪ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে সাইফউদ্দিনের একটি বাউন্ডারিতেই নিশ্চিত হয় অদম্য একাদশের জয়।
বল হাতে অপরাজেয় একাদশের রিপন মন্ডল ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে ম্যাচের পার্থক্য গড়ে দেন নাঈম শেখের ব্যাট আর শুরুতে শরিফুল-সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং।
বিজয় দিবসের প্রীতি ম্যাচ হলেও মাঠের লড়াই, স্লেজিং আর প্রতিদ্বন্দ্বিতায় কোনো ঘাটতি ছিল না বলে মনে করেন অপরাজেয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ
