
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর লিগ পর্বের খেলা বাকি রেখেই দেশে ফিরেছিলেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। পুনরায় টুর্নামেন্টের বাকি অংশ শুরু হলে নতুন করে লাহোর কালান্দার্সের হয়ে ডাক পান সাকিব আল হাসান। এবার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে ডাক পেলেন আরেক টাইগার ক্রিকেটার।
বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে সাকিবেরই দল লাহোর কালান্দার্স। গতকাল রাতেই টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে তারা। আর তাই দলের শক্তিমত্তা বাড়াতে এই টাইগার ক্রিকেটারকে দলে পেতে চায় লাহোর।
তবে পাকিস্তানের এই লিগে খেলতে হলে বিসিবির অনুমতি প্রয়োজন মিরাজের। ইতিমধ্যে ছাড়পত্র পেতে তিনি ক্রিকেট বোর্ডে আবেদন করেছেন বলে জানা গেছে। বর্তমানে জাতীয় দলের তেমন কোন ব্যস্ততায় নেই তিনি। চলমান সংযুক্ত আরব আমিরাত সিরিজের টি-টোয়েন্টি দলে না থাকায় ছাড়পত্র পেতে বেশি বিলম্ব হবে না বলেও আশা করা যাচ্ছে।
আরও পড়ুন:
» প্লে-অফ নিশ্চিত করতে মুস্তাফিজের দিল্লির সামনে কঠিন সমীকরণ
» রোনালদো পুত্রের জোড়া গোলে শিরোপা জিতল পর্তুগাল
উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়ে শুরু থেকেই খেলছেন জিম্বাবুয়ান তারকা সিকান্দার রাজা। তবে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন তিনি। আর এতেই দলে তৈরি হবে একটি শূন্যস্থান। এই জায়গা পূরণ করতেই মূলত মিরাজকে দলে পেতে চায় লাহোর।
গতকাল লাহোরের হয়ে অভিষেক ঘটেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরে মলিন ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত পেশোয়ারকে পরাজিত করে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। বিসিবির অনুমতি পেলে সেখানেই দেখা যেতে পারে মিরাজকে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এফএএস
