
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটারদের অনেক ভুগিয়েছেন লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পুরো সিরিজে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই তারকা। তবে একজন লেগস্পিনার বাংলাদেশ দলেও ছিলেন। রিশাদ হোসেন, যিনি ওয়ানডে সিরিজের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি।
মূলত অসুস্থতার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি রিশাদ। তার পরিবর্তে দলে জায়গা করে নেন স্পিনার তানভীর ইসলাম। নিজের অভিষেক ম্যাচেই বেশ নজরকাড়া বোলিং করেছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠেন রিশাদ। কিন্তু দ্বিতীয় ম্যাচেও তাকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। যে কারণে দলে সুযোগ মেলেনি রিশাদের।
এদিকে দ্বিতীয় ম্যাচে বাজিমাত করেন তানভীর। ফাইফার নিয়ে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান রাখেন এই স্পিনার। তাই শেষ ম্যাচেও জায়গা পাকাপোক্ত হয়ে যায় তানভীরের। আর কম্বিনেশনের কারণে বাদ পড়তে হয় রিশাদকে।
আরও পড়ুন:
» ৫ বাংলাদেশি ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি
» টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে গেলেন লঙ্কান তারকা
রিশাদকে না খেলানোর ব্যাখ্যায় এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এই অলরাউন্ডার বলেন, ‘দেখেন একটা প্লেয়ার যখন ৫ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স করবেন, তখন তো কেউ তাকে বাদ দেওয়ার ব্যাপার চিন্তা করতে পারবেন না। হয়ত স্পিন ট্র্যাক থাকলে, ওরা যেটা করে ২ পেসার ৩ স্পিনার খেলায়। তবে উইকেট দেখে পেসই ভালো অপশন মনে হয়েছে। আমাদের বেশিরভাগ উইকেটও ওদের পেসাররাই নিয়েছে। আমাদের পেসাররাও ভালো করেছে। আমরা এটা নিয়ে চিন্তিত না।’
তবে ওয়ানডে সিরিজে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি সুযোগ মিলবে রিশাদের। দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে সাফল্যের সঙ্গে স্পিন বিভাগে নেতৃত্ব দিচ্ছেন এই লেগি। এবার লঙ্কানদের বিপক্ষেও তার বোলিং ম্যাজিক দেখার অপেক্ষায় টাইগার সমর্থকেরা।
আগামীকাল থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ এবং ১৬ জুলাই কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি
