Connect with us
ফুটবল

৭ গোলের নাটকীয় ম্যাচে বার্সাকে কাঁদিয়ে ফাইনালে মিলান

Inter Milan beat Barcelona and go to ucl final
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় অবিস্মরণীয় এক রাত দেখল ফুটবলপ্রেমীরা। ৭ গোলের এই ম্যাচে একেক সময় লিড নিয়েছে উভয় দল। তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় অতিরিক্ত সময়ে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ইন্টার মিলান।

গতকাল রাতে প্রতিপক্ষের মাঠ সান সিরোতে সেমিফাইনালের ফিরতি লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। এর আগে সেমির প্রথম লেগে ৩-৩ গোলের সমতা দেখেছিল তারা। এবার দ্বিতীয় লেগে ৪-৩ গোলে বার্সাকে পরাজিত করেছে ইন্টার মিলান। 

এদিন ম্যাচের প্রথমার্ধের ২-০ গোলের লিড নিয়ে নিয়েছিল স্বাগতিক মিলান। তবে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ম্যাচের ৮৭তম এসে নিজেদের দিকে ২-৩ গোলের লিড নিয়ে নেয় কাতালানরা। তবে শুরুর মতো শেষটায় ভালো ভাবে শেষ করেছে মিলান। যোগ করার সময়ে গোল করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে জয়সূচক গোল করে শেষ হাসি হাসে মিলান।

আরও পড়ুন:

» বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৭ মে ২৫)

» রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মুম্বাইকে হারাল গুজরাট

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার হয়ে গোল করেন এরিক গার্সিয়া, দানি ওলমো এবং রাফিনহা। অপরদিকে ইন্টার মিলনের হয়ে বার্সার জালে বল জড়িয়েছেন লাওতারো মার্তিনেজ, হাকান কালহানোগ্লু, ফ্র্যান্সিসকো অ্যাকেরবি এবং দাভিদ ফ্রাত্তেসি।

এতে করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ তিন আসরে তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলো ইন্টার মিলান। এদিকে ২০১৪-১৫ মৌসুমি এরপর আরও একবার শিরোপার কাছে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। তবে এবারও আর ঘটলো না অপেক্ষার অবসান। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে হেরে ইউসিএল থেকে বিদায় নিল তারা।

ক্রিফোস্পোর্টস/৭মেই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল