Connect with us
ফুটবল

তিন মিনিটে ডুবে গেল মায়ামি, দায় নিলেন কোচ মাশচেরানো

ইন্টার মায়ামি
ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি ভেবেছিল ম্যাচটা হয়তো ড্র করেই শেষ হবে। ৭৯ মিনিট পর্যন্ত স্কোরলাইনও ছিল সমতায়। কিন্তু পরের তিন মিনিটেই সব শেষ। টানা দুই গোল হজম করে ৫–৩ ব্যবধানে শিকাগোর কাছে হেরেছে মেসিদের দল। এই হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ হ্যাভিয়ের মাশচেরানো।

চেজে স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শিকাগো। প্রথম ৩১ মিনিটেই দুইবার বল পাঠায় মায়ামির জালে। ৩৯ মিনিটে টমাস আভিলেস ব্যবধান কমালেও চার মিনিট পরই আবার গোল হজম করে ফ্লোরিডার ক্লাবটি। বিরতির আগে স্কোরলাইন দাঁড়ায় ৩–১।

দুই গোলে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েনি মায়ামি। দ্বিতীয়ার্ধে নায়ক হয়ে ওঠেন লুইস সুয়ারেজ। ৫৭ মিনিটে প্রথমে গোল করে দলকে ফিরিয়ে আনেন, এরপর ৭৪ মিনিটে তার দ্বিতীয় গোল মায়ামিকে সমতায় ফেরায়। ম্যাচ তখন পুরোপুরি বদলে যায়। দর্শকরাও ভেবেছিল, এবার হয়তো মেসিদের হাতে জয় আসবে।



কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ৮০ মিনিটে শিকাগোর জাস্টিন প্লেগার আবারও এগিয়ে দেন দলকে। এর মাত্র তিন মিনিট পর ব্রায়ান গুতিয়েরেস শেষ গোলটি করে শিকাগোর জয় নিশ্চিত করেন। সমতায় ফেরার স্বপ্ন ভেঙে যায় মায়ামির।

দিনটা ভালো কাটেনি লিওনেল মেসিরও। টানা দ্বিতীয় ম্যাচে গোল পাননি তিনি। মাঠ ছেড়েছেন হতাশ মুখে।

ম্যাচ শেষে কোচ মাশচেরানো স্বীকার করেছেন পরাজয়ের দায়, “এই হারের পুরো দায় আমার। পরিকল্পনা কাজে লাগেনি। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। সমতায় ফেরার পর ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে না পারাটা আমাদের বড় ভুল।” তিনি আরও যোগ করেন, “ভাগ্যও সহায় হয়নি। শেষের গোলগুলো সব পাল্টে দিয়েছে।”

এই হারের পর ইন্টার মায়ামি ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চারে নেমে এসেছে। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে শিকাগো উঠেছে অষ্টম স্থানে।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল