Connect with us
ফুটবল

মেসি না থাকায় সুয়ারেজের চমক দেখলো মায়ামি

crifo maiami suearej
চমক দেখিয়ে জোড়া গোলে দল জিতিয়েছেন সুয়ারেজ। ছবি- গোল ডটকম

ইন্টার মায়ামি মানেই যেন লিওনেল মেসির একক আধিপত্য। মেসি খেললেই মায়ামি জিতবে, নইলে জয় নেই। এমনটা হয়ে আসছে মেসি যোগ দেয়ার পর থেকেই। তবে গত রাতে দেখা মিলেছে অন্য দৃশ্যের। মেসি না থাকার পরও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। আর এদিন মেসি না থাকায় চমক দেখিয়েছেন তারই সতীর্থ লুইস সুয়ারেজ।

পায়ের ইনজুরিতে দলে নেই মেসি। কিন্তু তাতে কোনো ছেদ পড়েনি। এর আগের ম্যাচে মেসি না থাকায় হেরে মাঠ ছাড়ে মায়ামি। কাল আর সে ভুল করেনি দল। শুরুতে গোল খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুয়ারেসের জোড়া গোলে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে হারিয়েছে ৩-১ ব্যবধানে।

শনিবার রাতে অডি ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই মায়ামির জালে গোল দিয়ে এগিয়ে যায় ডিসি। তবে ব্যাকফুটে যায়নি মায়ামি। মাত্র দশ মিনিট পরই ফেরে সমতায়। ২৪ মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে স্কোর বোর্ড হয় ১-১।



সমান গোলে বিরতিতে যায় দুদল। বিরতির পর ৬২ মিনিটে বদলী হিসেবে মাঠে নেমে চমক দেখাতে শুরু করেন সুয়ারেজ। আর ১০ মিনিটের ভেতরই পেয়ে যান গোলের দেখা। ৭২ মিনিটে ‍দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন। এরপরও চলতে থাকে তার আক্রমণ। ১৩ মিনিট পর তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বার ঘেঁষে নেয়া শট জালে ঢুকলে ৩ গোল পূর্ণ হয় মায়ামির।

খেলা শেষ হওয়ার একটু আগে লাল কার্ড দেখেন পেদ্রো সান্তোস। তবে দশজনের দল নিয়েই বাকি সময় পাড়ি দেয় মায়ামি। এ জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকলো মেসির মায়ামি।

আরও পড়ুন: এফএ কাপে নতুন ইতিহাস গড়লো ম্যানচেস্টার সিটি

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল