Connect with us
ফুটবল

মেসিকে ছাড়া দিশেহারা মিয়ামি

লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি ও জর্দি আলবা। এতেই দিশা হারিয়েছে ইন্টার মিয়ামি।

শনিবার মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ এক ম্যাচে ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিল ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাটির। মেসি-আলবাকে ছাড়া গোলশূন্য ড্র করেছে দলটি।

ফোর্ট লডারডেলের ড্রাইভ পিংক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মিয়ামির আক্রমণভাগ বারবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

আরও পড়ুন:

এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি

২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়েছিল। যোগ করা সময়ে সিনসিনাটির ডিফেন্ডার মাইলস রবিনসনের হেডে বল জালে জড়ায়। তবে রেফারি গোলটি বাতিল করে দেন। ইন্টার মিয়ামির ডিফেন্ডার নোয়া অ্যালেনের ওপর ফাউল করার গোলটি বাতিল করা হয়। যদিও সিদ্ধান্তটি নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়।

এই ড্রয়ের ফলে ইন্টার মিয়ামি শীর্ষে থাকা সিনসিনাটির থেকে ৭ পয়েন্ট কমেই রয়ে গেল। ফলে শীর্ষস্থান নেওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া করল দলটি।

ক্রিফোস্পোর্টস/২৭ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল