
মাঠে সাফল্যের পাশাপাশি টিকিট বিক্রি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী বৃদ্ধি এবং ক্লাবের বাণিজ্যিক মূল্য – সব দিক থেকেই আমেরিকান ফুটবলে নতুনত্ব এনেছেন লিওনেল মেসি।
তবে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি এখানেই থামতে চাইছে না। এবার তাদের লক্ষ্য আরও একজন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা, মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল।
আর্জেন্টিনার বিশ্বস্ত ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৩১ বছর বয়সী ডি পল নিজেই ইন্টার মায়ামির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিকো মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ এই মিডফিল্ডার। তাই তার সম্মতি পেলেই মায়ামি আনুষ্ঠানিকভাবে আলোচনা ও দর-কষাকষি শুরু করবে।
আরও পড়ুন:
» আরও দুই বছর বার্সেলোনায় থাকছেন ভয়চেক স্ট্যান্সনি
» জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
ডি পল ২০২১ সালের জুলাইয়ে ইতালির উদিনেসে থেকে অ্যাথলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন। অ্যাথলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১৮৭ ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন তিনি।
এর আগে তিনি ভ্যালেন্সিয়া ও আর্জেন্টিনার রেসিং ক্লাবেও খেলেছেন। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে ডি পল আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন, যার প্রমাণ তিনি বিশ্বকাপ জেতার পথে রেখেছেন।
ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাশ্চেরানো এবং সতীর্থ লিওনেল মেসি, দুজনেই ডি পলের জাতীয় দলের সাবেক সতীর্থ। এই সংযোগ ডি পলকে দলে টানার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। যদি ডি পল মায়ামিতে যোগ দেন, তবে ক্লাবটিতে আর্জেন্টাইন ‘কলোনি’ আরও সমৃদ্ধ হবে।
ইতিমধ্যেই ইন্টার মায়ামির গোলবার সামলাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি। এছাড়া দলে রয়েছেন মার্সেলো উইগান্ডট, টমাস অ্যাভিলেস, গঞ্জালো লুজান, বাল্তাসার রদ্রিগেজ, তাদেও অ্যালেন্দে, রোকো রিওস এবং ফেদেরিকো রেদোন্দো-এর মতো আর্জেন্টাইন ফুটবলাররা।
ডি পলের আগমন নিঃসন্দেহে ইন্টার মায়ামির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে এবং এমএলএস-এ তাদের আধিপত্য বিস্তারে সহায়ক হবে। মায়ামি কি পারবে এই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে, সেটাই এখন দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ
