Connect with us
ক্রিকেট

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম জয় পেল মায়ামি

Miami Blaze gets their first win
প্রথম জয় পেয়েছে সাকিবের মায়ামি ব্লেজ। ছবি- সংগৃহীত

অবশেষে ম্যাক্স সিক্সটি ট-টেন টুর্নামেন্টে জয়ের দেখা পেল মায়ামি ব্লেজ। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে তারা। গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে হারিয়ে চলতি আসরের প্রথম জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার (১৮ জুলাই) গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি ব্লেজ। দলের প্রথম জয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছেন অধিনায়ক সাকিব।

কেম্যানের জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে মায়ামি ব্লেজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই লঙ্কান ব্যাটার।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সাকিব আল হাসান। ১১ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান মায়ামির অধিনায়ক। এছাড়া শেহায় জয়াসুরিয়া ১১ এবং টম ও’কর্নেল ১০ রান করেন। কেম্যানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ঋষি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।


আরও পড়ুন:

» ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব

» ওপেনার নাঈম কেন চারে খেলেছিলেন, জানালেন নিজেই


জবাবে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস। দলের হয়ে ১৫ বলে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন চিরাগ জে গান্ধী। এছাড়া রোনালদো আলি মোহামেদ ৮ বলে ১৬ এবং চন্দ্রপল হেমরাজ ৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

মায়ামির হয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন শেহান জয়াসুরিয়া। সাকিব আল হাসান শুরুর দিকে বোলিংয়ে না এলেও শেষদিকে ২ ওভার করে ১৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পান অর্নব আইয়ার, কেশরিক উইলিয়ামস ও ক্রিস্টোফার রামসারান।

তবে এই জয়ে পয়েন্ট টেবিলের মায়ামির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছেন সাকিবরা।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট