
গত ম্যাচে চোট পেয়েছেন লিওনেল মেসি। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে। দলের প্রধান তারকার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে। তাদের নৈপুণ্যে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ম্যাচের শুরুটা ভালো হয়নি মায়ামির জন্য। ৩৪তম মিনিটে এক কাউন্টার অ্যাটাককে গোল হজম করে মায়ামি। তবে বিরতির ঠিক আগে ডি পলের গোলে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে ইয়ানিক ব্রাইটের বাড়ানো নিখুঁত পাসে সুয়ারেজের সহায়তায় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার আনেন মায়ামির খেলোয়াড়রা। ৫৯ মিনিটে ডি বক্সে সুয়ারেজকে ফাউল করার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পট কিক নিতে এগিয়ে এসে অসাধারণ এক চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুয়ারেজ।
৭০ মিনিটে ফের আলো ছড়ান সুয়ারেজ। মাঝমাঠ থেকে দুর্দান্ত এক পাসে খুঁজে নেন তাদেও আয়েন্দেকে। যিনি নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করে দেন। শেষদিকে বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে গোলের সহজ সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
প্রসঙ্গত, লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট নিয়ে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি, যদিও তারা সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এমএ
