
আর্জেন্টিনার হয়ে ঘরের মাটিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামেন মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ।
ঘরের মাটিতে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি দারুণ এক জয়ে রাঙিয়েছেন মেসি। ভেনেজুয়েলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। ম্যাচশেষে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রোকুজ্জো লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অর্জন— যা তুমি কঠোর পরিশ্রম ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছ, সবকিছুর সাক্ষী আমরা। আমরা অনেক সৌভাগ্যকবান, তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে। আমরা তোমাকে অনেক ভালোবাসি মেসি।’
এদিন বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটিই করেন মেসি। ম্যাচের ৩৯তম মিনিটে দলকে এগিয়ে দেন এই ইন্টার মায়ামি তারকা। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এর মিনিট চারেক পরেই দলকে তৃতীয় গোল এনে দেন মেসি। তাতে ৩-০ গোলের দারুণ এক জয়ে ঘরের মাটিতে শেষটা রাঙান এই মহাতারকা।
আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরের মাটিতেই। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে বিশ্ব সফরে বের হবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগ পর্যন্ত ফিফা উইন্ডোতে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলে বেড়াবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আলবিসেলেস্তেরা। আফ্রিকা সফরে অ্যাঙ্গলোর মাটিতে অ্যাঙ্গলোর বিপক্ষে এবং এশিয়া সফরে ভারতের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপের আগে এভাবেই বিদেশের মাটিতে খেলে প্রস্তুতি সারবেন মেসিরা। যে কারণে আর্জেন্টিনার মাটিতে সম্ভবত আর দেখা যাবে না মেসিকে।
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/বিটি
